#Public Health
Target:
১০০০০
Region:
Bangladesh
Website:
www.facebook.com

তামাকজাত দ্রব্য বিক্রয়ে ও বিপননের জন্য বাংলাদেশে কোন সু-নির্দিষ্ট নীতিমালা নেই। এমনকি তামাকজাত দ্রব্য বিক্রয়ের সাথে সম্পৃক্তদের নির্ধারিত কোন ট্রেড লাইসেন্স গ্রহণের ব্যবস্থা নেই। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিনোদন কেন্দ্রের আশেপাশের এলাকা, ডিপার্টমেন্টাল ষ্টোর, খাবারের দোকান, রেষ্টুুরেন্টসহ বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে তামাকজাত পণ্য বিক্রয় করা হচ্ছে। সহজ লভ্যতা ও সহজ প্রাপ্যতার কারণে যত্রতত্র তামাকজাত পণ্যের বিপণন কেন্দ্র গড়ে উঠছে। উৎকন্ঠার বিষয় এ সকল দোকানের সংখ্যা দিনদিন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। বিষয়টির ক্ষতি বিবেচনায় নিয়ে দক্ষিণ এশীয় স্পীকারদের শীর্ষ সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর দ্বিতীয় তফসিল (ধারা ৫০-৭১ দ্রষ্টব্য) পৌরসভার বিস্তারিত কার্যাবলির ১ অনুসারে, পৌরসভা পৌর এলাকার স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী থাকবে এবং এই আইনের অধীনে এতদ্সম্পর্কে কোন ব্যবস্থা গ্রহণ করিবার থাকিলে, তাহা অবশ্যই গ্রহণ করিবে। জনস্বাস্থ্যের উন্নয়ণ ৭ অনুসারে, এ আইন ও বিধি সাপেক্ষে,স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির বিধানকল্পে প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা পৌরসভা গ্রহণ করিতে পারিবে। এছাড়াও খাদ্য ও পানীয় দ্রব্যাদি ১৯ অনুসারে, সিটি কর্পোরেশন খাদ্য ও পানীয় দ্রব্যাদি বিক্রয়ের উপর লাইসেন্স আরোপ ও ভ্রাম্যমান বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও এ আইনে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায় জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে লাইসেন্স বিষয়ক গাইডলাইন প্রণয়ন ও তামাকজাত দ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণের জন্য পৌরসভা হতে পৃথক ট্রেড লাইসেন্স প্রদান করে অনিয়ন্ত্রিত তামাকজাত দ্রব্য বিক্রয় ও সেবন নিরুৎসাহিত করণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে।

তামাকজাত দ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণের জন্য পৌরসভা হতে পৃথক ট্রেড লাইসেন্স প্রদান করা হলে, যত্রতত্র সিগারেট ও তামাকজাত দ্রব্যাদির বিক্রয়কেন্দ্রগুলি লাইসেন্সের আওতাভুক্ত হবে যারফলে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ৫০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় হবে না এবং তরুন ও যুবকদের মধ্যে তামাক ব্যবহারের মাত্রা হ্রাস পাবে এবং ধূমপান ত্যাগে উৎসাহিত হবে। তামাক নিয়ন্ত্রন আইন পালণে বিক্রেতাদের দায়বদ্ধতা নিশ্চিত হবে পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বৃদ্ধি পাবে। শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিনোদন কেন্দ্রের আশেপাশের এলাকা, ডিপার্টমেন্টাল ষ্টোর, খাবারের দোকান, রেষ্টুুরেন্টসহ বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে তামাকজাত পণ্য বিক্রয় নিয়ন্ত্রন হবে। পৌরসভা আওতাধীন এলাকায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ণ এবং এসডিজি, স্বাস্থ্যনীতি এবং সপ্তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় তামাক নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জণে সহায়ক ভূমিকা রাখবে।

আপনি জেনে আনন্দিত হবেন যে, ইতোমধ্যেই বিভিন্ন পৌরসভায় বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাসিক উন্নয়ন সভার রেজুলেশনে বিষয়গুলো অন্তর্ভূক্ত করেছে এবং ১৪ টি পৌরসভা কর্তৃক অনুমোদিত রেজুলেশন প্রকাশিত হয়েছে। তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয়ের লাইসেন্স বিষয়ক ৯ টি নির্দেশিকা অনুমোদন হয়েছে এবং পৌরসভা কর্তৃক তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণের জন্য ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত ৭৬৩ এর অধিক লাইসেন্স প্রদান করা হয়েছে এবং উদ্যোগটি অব্যহত রয়েেেছ।

আমি স্বাক্ষরকারী,
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণে পৃথক লাইসেন্স প্রনয়ণের উদ্যোগ গ্রহণে সহমত পোষন করছি।

GoPetition respects your privacy.

The জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্য ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণে পৃথক লাইসেন্স প্রনয়ণের উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। petition to ১০০০০ was written by AID Foundation and is in the category Civil Rights at GoPetition.